Disqus for digitalmesh

সোমবার, ১১ এপ্রিল, ২০১৬

কাপড় ধোয়ার ডিটারজেন্টই এবার মশা থেকে মুক্তি..!

 • ৭:৩৯ AM

  মশার যন্ত্রনায় অস্তির সবাই। সাম্প্রতিক সময়ে মশার যন্ত্রণা খুব বেড়ে গেছে। মশাবাহিত বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন নগরবাসী। বিশেষ করে শিশুরা মারাত্মক ঝুকি মধ্যে রয়েছে। সারারাত ঘুমান যায় না।

  নগর এলাকায়তো ডাস্টবিন, স্যুয়ারেজগুলোতে মশার চাষ হয় বলা যায়। মশা মারতে স্প্রে, কয়েল, ক্যালামাইন লোশন কতকিছুই ব্যবহার করা হয়। কিন্তু স্প্রে বা কয়েল মশা থেকে নিস্তার দিতে পারলেও এর রাসায়নিক উপাদান স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর। আর অর্থের অপচয় তো রয়েছেই।

  তাহলে কী করার? সারাক্ষণ তো মশারির মধ্যে বসে থাকা যাবে না। সেক্ষেত্রে একটা সহজ উপায় ডিটারজেন্ট মেশানো পানি ব্যবহার করা।
  কয়েকটা বাটিতে একটু করে ডিটারজেন্ট পানি ঘরের বিভিন্ন স্থারে রেখে দিলে দেখা যাবে মশা এসে ওই পানিতে পড়ছে। খুব সহজ একটা উপায়, তাই না?

  আর ডিটারজেন্ট মেশানো পানিতে মশার মৃত্যু নিশ্চিত।
  আধুনিক হোমিওপ্যাথি, ঢাকা
  ডাক্তার হাসান; ডি. এইচ. এম. এস(BHMC)
  যৌন ও স্ত্রীরোগ, লিভার, কিডনি ও পাইলসরোগ বিশেষজ্ঞ হোমিওপ্যাথ
  ১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
  ফোন :- +88 01727-382671 এবং +88 01922-437435
  স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।