Disqus for digitalmesh

সোমবার, ৩০ মে, ২০১৬

বন্ধ হলেও অনিবন্ধিত সিম সচল করা যাবে যেভাবে

 • ৮:০৯ AM

  মঙ্গলবার (৩১ মে) শেষ হচ্ছে বায়োমেট্রিক পদ্ধতিতে সিম নিব্ন্ধন কার্যক্রম। এর পরই বন্ধ হয়ে যাবে সকল অনিবন্ধিত সিম। তবে দুইমাসের মধ্যে তা আবার পুনর্নিবন্ধন করে চালু করা যাবে। তবে এক্ষেত্রে নতুন সিম কিনে রেজিস্ট্রেশনের সময় কেউ যদি তার পুরোনো নাম্বারটি চায়, তাহলে সে সেটি পাবে।

  জানা যায়, ‘জিরো আওয়ার’ থেকে অনিবন্ধিত সিম স্থায়ীভাবে বন্ধ করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু প্রযুক্তিগত জটিলতার কারণে তা সম্ভব নয় বলে জানিয়েছে মোবাইল অপারেটরগুলো।
  গতকাল রবিবার সকালে সচিবালয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সভাকক্ষে সিম পুনর্নিবন্ধন বিষয় নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম বলেছেন, কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনিবন্ধিত সিম বন্ধ করতে দুই দিনেরও বেশি সময় লেগে যেতে পারে।

  এর আগে ৩১ এপ্রিলের পর অনিবন্ধিত সিম ৩ ঘণ্টা করে বন্ধ রাখার কথা বলা হলেও একই কারণে তা বন্ধ করতে পারেনি অপারেটরগুলো।

  উল্লেখ্য, আগামী ২ জুন থেকে অনিবন্ধিত সিম বন্ধ হলেও প্রবাসী ও দেশে বসবাসকারী বিদেশি নাগরিকদের সিমগুলো বন্ধ হবে না। পরবর্তী ১৮ মাসের মধ্যে বাধ্যতামূলকভবে তাদের সিম পুনর্নিবন্ধন করিয়ে নিতে হবে। তবে বন্ধ হওয়া সিম পুনর্নিবন্ধনের আগ পর্যন্ত সাময়িক বন্ধ থাকবে।
  আধুনিক হোমিওপ্যাথি, ঢাকা
  ডাক্তার হাসান; ডি. এইচ. এম. এস(BHMC)
  যৌন ও স্ত্রীরোগ, লিভার, কিডনি ও পাইলসরোগ বিশেষজ্ঞ হোমিওপ্যাথ
  ১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
  ফোন :- +88 01727-382671 এবং +88 01922-437435
  স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।