Disqus for digitalmesh

মঙ্গলবার, ১৪ জুন, ২০১৬

এইডস্-জিকার চেয়েও ভয়ঙ্কর এই রোগ!

 • ১১:৪১ PM

  বিশ্বে AIDS-কেই সবচেয়ে ভয়াবহ রোগ বলে ধরা হয়। এখন সেই তালিকায় নাম লিখিয়েছে জিকাও। কিন্তু এই ভাইরাস HIV, জিকার থেকেও মারাত্মক। যৌন সঙ্গমের সময় প্রতিরোধক নিয়ে আপনি HIV ভাইরাসের সংক্রমণের হাত থেকে বাঁচতে পারলেও এই ভাইরাসকে প্রতিরোধকের মাধ্যমে ঠেকানো সম্ভব নয়। এমনই মারণ ভাইরাস এটি। কী নাম এই ভাইরাসের?

  হিউম্যান প্যাপিলোমা ভাইরাস (HPV) :- শরীরে এই ভাইরাস ঢুকলে প্রথমে যৌনাঙ্গ তারপর ধীরে ধীরে শরীরের বিভিন্ন স্থান জায়গায় জায়গায় ফুলে উঠতে শুরু করে। কখনও ছোটো ছোট গুটির ন্যায়, কখনও আবার একসঙ্গে অনেকগুলি করে। শেষ পরিণতিতে ক্যান্সার।
  কীভাবে ছড়ায় HPV? অসুরক্ষিত-সুরক্ষিত যেকোনও যৌন সঙ্গমের সময়ই সংক্রমণ হতে পারে এই ভাইরাসের। আগে থেকে না জানা থাকলে এই ভাইরাসের সংক্রমণ ঠেকানো দুঃসাধ্য। সমীক্ষা বলছে, পুরুষদের থেকে মহিলারা প্রায় ৫ শতাংশ বেশি সংক্রমিত হন এই ভাইরাসে।

  কীভাবে বাঁচবেন মারণ ভাইরাসের হাত থেকে? একমাত্র উপায় ভ্যাকসিনেশন। পুরুষ ও মহিলা, দুই ক্ষেত্রেই এই ভ্যাকসিন কাজে দেয়।
  আধুনিক হোমিওপ্যাথি, ঢাকা
  ডাক্তার হাসান; ডি. এইচ. এম. এস(BHMC)
  যৌন ও স্ত্রীরোগ, লিভার, কিডনি ও পাইলসরোগ বিশেষজ্ঞ হোমিওপ্যাথ
  ১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
  ফোন :- +88 01727-382671 এবং +88 01922-437435
  স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।