Disqus for digitalmesh

বৃহস্পতিবার, ৭ জুলাই, ২০১৬

শোলাকিয়ায় নামাজ পড়াতে পারেননি - ফরিদ উদ্দিন মাসউদ

 • ২:৫৭ AM

  এবার ঐতিহ্যবাহী শোলাকিয়ায় ঈদের জামাত পড়াননি নির্ধারিত ইমাম মাওলানা ফরিদউদ্দিন মাসউদ। তার বদলে আজ বৃহস্পতিবার ঈদুল ফিতরের নামাজে ইমামতি করেছেন মাওলানা আবদুর রওফ বিন শোয়াইব। নামাজের আগে বিস্ফোরণ ও গোলাগুলিতে হতাহত হওয়ার ঘটনার মধ্যে ভিন্ন ইমাম দিয়ে নামাজ হয়েছে।

  সকাল ৯টার দিকে শোলাকিয়ায় ঈদ জামাতে ইমামতি করতে স্থানীয় সার্কিট হাউসে পৌঁছান আল্লামা ফরিদ উদ্দীন মাসঊদ। ঈদগাহর পথে যাওয়ার জন্য প্রস্তুতি নেয়ার সময়ই খবর আসে ঈদগাহর প্রবেশপথে বোমাহামলা হয়েছে। এতে প্রশাসনের পক্ষ থেকে তাকে সেখানে যাওয়ার অনুমতি দেয়া হয়নি। প্রধান ইমামের অনুপস্থিতিতে আর একজন ইমাম ঈদের নামাজে ইমামতি করেন। 
  আধুনিক হোমিওপ্যাথি, ঢাকা
  ডাক্তার হাসান; ডি. এইচ. এম. এস(BHMC)
  যৌন ও স্ত্রীরোগ, লিভার, কিডনি ও পাইলসরোগ বিশেষজ্ঞ হোমিওপ্যাথ
  ১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
  ফোন :- +88 01727-382671 এবং +88 01922-437435
  স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।