Disqus for digitalmesh

শুক্রবার, ৮ জুলাই, ২০১৬

শোলাকিয়ায় বন্দুক যুদ্ধে নিহত জঙ্গি নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র

 • ৬:২৪ AM

  শোলাকিয়া ঈদগাহ ময়দানের বাইরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে যে হামলাকারী নিহত হয়েছে তার পরিচয় জানা গেছে।নিহতের পরিচিতদের বেশ কয়েকজন জানিয়েছেন, নিহত ওই হামলাকারীর নাম আবির রহমান। সে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিল। গত আট মাস ধরেই সে নিখোঁজ ছিল। তার বাবার নাম সিরাজুল ইসলাম।

  আবিরের পরিচিতজনরা গণমাধ্যমে প্রকাশিত ছবি ও প্রচারকৃত ভিডিওতে তার ছবি দেখে তাকে সনাক্ত করেন। এ তথ্য নিশ্চিত করেছেন কিশোরগঞ্জের পুলিশ সুপার আনোয়ার হোসেন। আবির ২০১০ সালে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল থেকে এ লেভেল পাশ করেন। এরপর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে বিবিএ পড়ছিলেন তিনি। 
   
  শোলাকিয়ার ওই হামলায় সাত থেকে আটজন তরুণ অংশগ্রহণ করে যাদের সকলেরই বয়স ২০ এর কোঠায়। এই হামলায় ২ পুলিশ সদস্য নিহত এবং আরো অন্তত ৬ জন আহত হন।
  আধুনিক হোমিওপ্যাথি, ঢাকা
  ডাক্তার হাসান; ডি. এইচ. এম. এস(BHMC)
  যৌন ও স্ত্রীরোগ, লিভার, কিডনি ও পাইলসরোগ বিশেষজ্ঞ হোমিওপ্যাথ
  ১০৬ দক্ষিন যাত্রাবাড়ী, শহীদ ফারুক রোড, ঢাকা ১২০৪, বাংলাদেশ
  ফোন :- +88 01727-382671 এবং +88 01922-437435
  স্বাস্থ্য পরামর্শের জন্য যেকোন সময় নির্দিধায় এবং নিঃসংকোচে যোগাযোগ করুন।